ভালোবাসি তোমায় বড্ড ক্ষ্যাপাটের বেশে,
যা কেবল নধর তনুর মোহনীয় রূপের মাধুরীতে নয়।
বাসনায় নেই অনাচারে চষে বেড়াতে
তোমার তনুর পাললিক ভূমি।
তবে তো মৌ লোভী মক্ষীকার বেশে উড়ে বেড়াতাম
ফুল থেকে ফুলে।
আকুণ্ঠ পান করে নিতাম অমিয় ফুলের মধু।
পিপাসিত হৃদয়ের তৃপ্তি মেটাতে চলে
যেতাম অন্য কারো পানে।
কিংবা তোমার মোহনীয় হাসির স্ফুরণে কামাতুর হয়ে সজোরে ওষ্ঠে এঁকে দিতাম চুম্বনের কামুকীয় রেখা!
নোনতা স্বাদের উপভোগ্যতায় ঝাঁপিয়ে পড়তাম
আদিম উম্মত্ততায়।
এমনই শঙ্কা যদি নাড়া জাগায় তোমার হৃদয় কোণে,
বুঝে নেবো পরিমাপ করতে পারনি
আমার ভালোবাসার পরিধি।
বরং তা নয়; তোমাকে ভালোবেসেছি
সততা ও মানবিক গুণাবলীর আবেশে।
তোমার ভালোবাসার পরশে পাড়ি দিতে
সৌদামিনীর চূড়ায়।