আব্দুল আহাদের গুচ্ছ কবিতা

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

হৃদয়ের অঙ্গন

সমুদ্রের সেই মন খুঁজি আজ আমি

হৃদয়ের সেই বাসনা হবে কি পূর্ণ?

হৃদয়ের সেই অঙ্গনের স্রোতে মনটা

যে আজ বড়ই ব্যাকুল!

ব্যাকুল তাই বাসলো যে আজ মন পাখিটা।

কেন জানি নীরব মায়া জাগলো আজ

এই হৃদয়ের অঙ্গনে।

সমুদ্রের সেই মন খুঁজি আজ আমি

কেন জানি আবারও হারাতে চাই

সেই নিরব মায়ার ভুবনের ছোঁয়ায়।

তোমার সেই আঁচলের স্নিগ্ধ ঘ্রাণ

মনে আজও ধূলা দিয়ে যায়।

কোন প্রেরনায় ভাসালে সেই হৃদয় অঙ্গন?

খুব জানতে ইচ্ছে করে!

সমুদ্রের সেই মন খুঁজি আজ আমি

ইচ্ছে ডাঙ্গায় বাসলো যে আজ মনটা।

জাগলো সেই অনুভূতি মায়া জাল!

মন তরঙ্গে কেন যে , ভেসে যায় বার বার?

তোমার সেই কাবু কথার রূপ তরঙ্গ।

রূপ তরঙ্গ নিয়ে গেলে তুমি, সেই হেস খেলে!

ভাবলে না তুমি, অবুঝ হৃদয়ের সেই অনুরাগ?

ঝরা পাতা

আমি সেই ঝরা পাতার- একটি পাতা

তৃষ্ণার্ত মনের একটি নক্ষত্র।

তুমি ভেব না যে , সেই পাতা শুকিয়ে

গেছে !

আমি আজও আছি, সেই নক্ষত্র রূপে।

আমি সেই ঝরা পাতার- একটি পাতা

অনুরাগে ভাসতে জানি, মায়ার চোখে।

পূর্ণতার আশা জাগে সেই মন দুয়ারে।

আজও সেই গভীর রাতে তোমারি...

নাম লিখি ।

আমি সেই ঝরা পাতার- একটি পাতা

তোমারি অনুসূচনায় ভাসে সেই মন।

পাপড়ি মেলে সেই অজানা পথের...

দিগন্তে।

নাম হিনা গাঁয়ে ভেসে যায় সেই অবুঝ

হৃদয়!

আমি সেই ঝরা পাতার- একটি পাতা

খুঁজে বেড়াই আনমনা মনের একটি

মন।

যেন না ভুলে যায়, আমার সেই মায়া!

গভীর মায়ায় যেন আমায় ফিরে চাই।

তুমি কেন চলে গেলে

তুমি চলে যাবে তো ভালো কথা।

যা-ও , তবে কেন! আমার সময়টুকু

নষ্ট করলে?

তুমি চলে যাবে তো ভাল কথা।

যা-ও , তবে কেন! আমার ঘুমটুকু

নষ্ট করলে?

তুমি চলে যাবে তো ভালো কথা।

যা-ও , তবে কেন! আমার হৃদয়টা

এইভাবে ভাঙলে?

তুমি চলে যাবে তো ভালো কথা।

যা-ও, তবে কেন! আমায় নীল

আকাশটা কেন দেখালে?

তুমি চলে যাবে তো ভালো কথা।

যা-ও, তবে কেন! আমায় বলতে

যে, মানুষের মত মানুষ হও?

তুমি চলে যাবে তো ভালো কথা।

যা-ও, তবে কেন! আমায় বলতে

যে, এই subject না, ওই সাবজেক্ট নাও?

তুমি চলে যাবে তো ভালো কথা।

যা-ও, তবে কেন! আমার এত

কাচা কাছি ছিলে?

তুমি চলে যাবে তো ভালো কথা।

যা-ও, তবে কেন! আমায় বললে

যে, এই ভার্সিটিতে নয়, ওই ভার্সিটিতে

ভর্তি হও?

তুমি চলে যাবে তো ভালো কথা।

যা-ও , তবে কেন! শেষ মুহূর্তে

আমাকে এভাবে কাঁদালে?

তুমি চলে যাবে তো ভালো কথা।

যা-ও তবে কেন ! কি ছিল অপরাধ

আমার, ব'লে যাও?

তুমি চলে যাবে তো ভালো কথা।

যা-ও তবে কেন! চলে যাচ্ছ....

শেষবার বলে যাও?

তুমি চলে যাবে তো ভালো কথা।

যা-ও, তবে কেন! একটু ও হাস না,

একটু হেঁসে চলে যা-ও।

স্বপ্নের রাজ্যে

ঘুমের রাজ্যের রাজা হবে

মোর সেই প্রাণ।

স্বপ্নের রাজ্যে বিভুর হৃদয়

আলিঙ্গনের ছোয়ায়।

তৃষ্ণার্ত হৃদয় ভরবে মন

স্বপ্নের সেই রাজ মহলে।

ঘুরে ফিরে নেবো ঘ্রাণ

হবে মন একাকার।

হাসবে হৃদয় বিনা সুতায়

গাদবো সেই ফুলের মালা।

নিবো মোরা ফুলের ঘ্রাণ

স্নিগ্ধ হবে মায়ার স্রোত।

 

হাসবে হৃদয় দুজনার।

সত্যিই তুমি মায়াবতী

মনের সেই উজাটনে।

উজাটনের রঙিন সুতায়

যাবে হৃদয় হেসে খেলে।

পূবালী বাতাস

হাসিটা তোমার জন্যই

আমার জন্য নয়, এ-ই হাসি।

যেখানে মায়া বেশি, সেখানে

কষ্টটাও বেশি।

অপেক্ষা শুধুই সময় সাপেক্ষ।

গল্পটা তোমার!

পড়তে হবে আমার,

ভাবনার দুয়ারে এইতো নিয়তির

খেলা।

হাসিটা তোমার জন্যই কারণ!

দখিণা হাওয়া বইছে তোমার মনে,

আর ‘পূবালী বাতাসে ঘিরে রেখেছে

আমার সেই ছোট্ট হৃদয়’।

হৃদয় অঙ্গনের সেই জোয়ার ভাটার

খেলা আর খেলতে চায় না

যে সেই মন।

মন পাখিটা খুঁজে বেড়ায় শেষ

বিকেলের একটু আলোর ছোঁয়া।

হাসিটা তোমার জন্যই

উপমার সেই গল্পের মাধুর্য তুমি।

সেখানে রং পরিবর্তনের কোন বাঁধা

আসবেই না, কারণ!

তুমি সেই রূপ লাবণ্যময়ী।

তোমার ধারা সবেই সম্ভব,

অসম্ভবের মায়া শুধুই আমার ধারায়

অসম্ভব।

কারণ! পূবালী বাতাসে ঘিরে রেখেছে

আমার সেই হৃদয় অঙ্গন।