এই শহরেই আছি
শেখ জোবায়ের আহমেদ
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আমি এই শহরেই আছি
জানি তুমিও আছ।
দেখা হওয়ার দরকার নেই
তবুও তোমাকে ভেবেই পথ চলি
একা একাই কথা বলি খুব গোপনে
কেউ জানবে না, এমনকি তুমিও না।
এই গোপন প্রান্তরে আমিই বক্তা
কোন শ্রোতা নেই, থাকার দরকার নেই।
লক্ষ কোটি হাজার কথা, ইথারে ছড়িয়ে গেলাম
তোমাকে নিয়ে।
কিন্তু তুমি জানলে না।
ধর দেখা হলো, কিছু কথা হলেও
তা কেবল সৌজন্য মূলকই হবে।
বৃষ্টি, কবিতা, রাজনীতি, মেঘ এগুলো নিয়ে কিছুই
হবে না।
তোমাকে জানতে দিব না, কিছুই।
একা একাই অনেক কথা, অনুভূতির মিছিল নিয়ে
তোমাকে অনুসরণ করবো,
তুমি জানবে না।
আমি এই শহরেই আছি
কারণ
জানি তুমিও আছ