বাবার অনুরাগ

আব্দুল আহাদ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বাবা তুমি সেই বট বৃক্ষ

অন্ধকারের আলোর ছোঁয়া।

ছোঁয়ার আঙ্গিকে গরলাম জীবন।

অবুঝ হৃদয় ভরলো তখন

তোমার সেই বট ছায়ায়।

শীতল হলো প্রাণটা মোর

মোর আঙ্গিকে থাকবে তুমি

মায়ার সেই ভুবনজুড়ে।

বাবা তুমি সেই বট বৃক্ষ

বট রূপে দিলে ছায়া

ভুবনজুড়ে তোমার কথা

মন আঙ্গিকে থাকবে মোর

মায়ার সেই হৃদয় অঙ্গনে।

হৃদয় অঙ্গন আজ ভাসে কেন?

তোমার সেই অভিমানে।

অভিমানের সেই হৃদয়টা কেন

আবার সাদা কাফনে'ই ডাকে?

হৃদয় অঙ্গন যাচ্ছে ফেটে

বাবা, তোমার সেই অভিমানে!

অভিমানের চাঁদরে থেকো না আর দূরে।

অবুঝ হৃদয় কাঁদছে বাবা

বট ছাঁয়ার আশায়।

তোমার সেই পদনধুলি মোর

আঙ্গিকে দাও ভাসিয়ে।

রাখবো মুই যতনে

তোমার মতই করে।