ভীতু মন
আব্দুল আহাদ
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আনমনা রূপে রয়ে গেলাম
সেই খেয়া ঘাটের পাড়ে!
দিন শেষে আসলো বিকেল
তোমার সেই অপেক্ষায়।
তুমি তো আর আসলেই না
নিদারুণ সেই অভিনয়ে
পড়ে গেলাম আমি।
এই যে কোন সে মায়ায়
পড়ে গেল মন তরঙ্গ।
তোমার সেই তরঙ্গের সুরে
ভেসে গেল মনটা যে আজ।
একি তোমার অভিনয়
আসলে না যে খেয়া ঘাটে?
নৌকার মাঝি বলে আমায়
যাবে কোথায় তুমি!
মনটা যে আজ ভীতু হল
মাঝির সেই কথা শুনে।
ভীতু মনের ফিরব কোথায়
বলতে যদি আমায়!
আনমনা মন ভাস তো আমার
সুখের নীড় পেয়ে।
বিকেল গড়িয়ে সন্ধ্যা আসলো
তোমার সেই অপেক্ষায়।
অপেক্ষার সেই প্রহর গুনে
জোনাকিরাও গেল চলে।
আধার বুঝি নামলোই এখন
আমার সেই হৃদয় তরে।
হৃদয় অঙ্গন যাবে বুঝি
তোমার সেই অপেক্ষায়।