একখণ্ড বিকেল

তানজীনা ফেরদৌস

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

খণ্ড খণ্ড মায়ার মেঘ জড়ো হয়ে

একদিন হয়তো আকাশ হবে।

তখনও কি তোমার ভূগর্ভে

বৃষ্টি হয়ে ঝরার অনুমতি লাগবে!

জানো?

জীবন মৃত্যুর মধ্যভাগের সময়টাতে

যদি কারো তৃষ্ণা জাগে তারপর থেকেই

ক্ষুধা বাড়ে অবিরত বেঁচে থাকার।

সেই মানুষটি তখন একখণ্ড বিকেলের অপেক্ষায়

কাটিয়ে দেয় সহস্র রাত ভোর সকাল আর দুপুর।

খণ্ডকালীন বিকেলটাই যেন থাকে প্রার্থনায়।

তারপর যখন বিকেল আসে চোখের পলকেই

ফিরে আসে সন্ধ্যা।

আবারও তৃষ্ণা আর বেঁচে থাকার ক্ষুধা নিয়ে

একখণ্ড বিকেল পাওয়ার লোভে চলতে থাকে

সহস্র রাত ভোর আর দুপুরের অপেক্ষা।