ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শিশুর হাতে লাল পতাকা

আব্দুস সাত্তার সুমন
শিশুর হাতে লাল পতাকা

শিশুর হাতে লাল পতাকা

স্মৃতিসৌধ যাবে,

শহীদ মিনায় ফুলটি দিয়ে

খোকা ক্ষান্ত হবে।

খুকি বলে আমি নিব

লাল পতাকা হাতে,

হলুদ ফুলের ডালা নিয়ে লয়ে

যাব ভাইয়ের সাথে।

বাংলা ভাষার বই কিনিব

আম্মু আমায় দিবে,

মাতৃভাষার জাদুঘরে

আব্বু আমায় নিবে,

বিজয় দিনে লাল, সবুজের

নতুন জামা পড়ে,

মেলায় যাব সবাই মিলে

পতাকা হাতে ধরে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত