ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বিজয়

শারমিন নাহার ঝর্ণা
বিজয়

বিজয় মানে খোলা আকাশ

উড়া স্বাধীন মনে,

বিজয় মানে মুক্ত পাখি

শান্তি প্রাণে প্রাণে।

বিজয় মানে খুশির হাসি

বিজয় মানে সুখ,

বিজয় মানে স্নিগ্ধ বাতাস

শীতল করে বুক।

বিজয় মানে ভোরের রবি

ছড়ায় খুশির আলো,

বিজয় মানে সুখের হাসি

কাটলো আঁধার কালো।

বিজয় ফুল

এম. আবু বকর সিদ্দিক

ডিসেম্বরের ষোল তারিখ

ফুটল বিজয় ফুল,

বিজয় ফুলের স্নিগ্ধ হাসির

নেইযে কোন তুল।

দোয়েল শ?্যামা আপন সুরে

গেয়ে উঠল গান,

আজ আমাদের বিজয় দিবস

বইছে খুশির বান ।

বিজয় দিনে শিশুর মুখে

মা দিয়েছে চুম,

মনের সুখে হাসছে শিশু

খুশিতে নেই ঘুম।

বিজয় ফুলের জন?্য যারা

দিয়ে গেল প্রাণ,

মাতৃভূমি ভালোবেসে

রাখব তাদের মান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত