বিজয় মানে

নাসরীন খান

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বিজয় মানে উল্লাসে ফেটে পরা

উন্মুখ থাকা আশার আলোর জন্য

সাধনার মিশ্রিত এক প্রতিফল

আকাশে অজস্র তারার মাঝে

নিবিড় সুখে নিজের ছায়া দেখা

অগণন কৃতজ্ঞতা তাদের তরে

পথের দিশারি লাখ সৈনিকের

জীবনমৃত্যুর ব্যবধান ভুলে

পতাকায় আঁকা একটি মানচিত্র

বঞ্চিত মানুষের জয় উল্লাস।