হাতছানি
সোহেল বীর
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অঘ্রাণের কুয়াশাচ্ছন্ন শিশিরসিক্ত ঘাসে
খালিপায়ে রমণীর স্পর্শের সন্ধিক্ষণ
হলুদ সর্ষেক্ষেত মাড়িয়ে ছুটে যায় সে
কী এক ভীষণ মুগ্ধতায়
আমিও ছুটে চলি পথপানে তার
আলেয়াকে আলো ভেবে ভুল হয় বারবার
তবুও সে হাতছানি দেয়,
কাছে টানে আগের মতন...