একদিন তোমার শহরে যাব, কিন্তু তোমায় খুঁজব না,
অলিগলির পথঘাটে ছুঁয়ে যাব স্মৃতির ছায়া।
এমন একদিন আসবে, তোমার নাম আর মনে পড়বে না,
দিনগুলো কাটবে, মনে হবে কিছুই তো হয়নি কভু।
একদিন, তোমার হাসি আর কষ্ট দেবে না,
তোমার অনুপস্থিতি আর ভারী করবে না হৃদয়।
যে গানগুলো তোমায় মনে করাত,
সেগুলো শুধুই সুর হয়ে বাজবে, কোনো অনুভূতি নয়।
একদিন তোমার কথা ভাবতে আর চোখ ভিজে আসবে না,
তোমার স্পর্শের স্মৃতি হবে কুয়াশায় ঢাকা এক ছবি।
একদিন এমনও হবে, তোমার চ্যাটে জমা কথাগুলো,
বিবর্ণ শব্দে পরিণত হবে, আর গুরুত্ব হারাবে।
একদিন চারপাশের সব রং ফিরে পাবে মাধুর্য,
বাতাসে ভেসে আসবে নতুন গানের সুর।
তোমায় ভুলতে বিধাতার কাছে আর প্রার্থনা লাগবে না,
মনে হবে, সময় সব ব্যথা মুছে দিতে জানে।
একদিন, একদিন সব ঠিক হয়ে যাবে,
মনে হবে, তুমি শুধু এক গল্প ছিলো
একটি অধ্যায়, যা শেষ হয়েছে।
একদিন, আমি ঠিক নতুন করে বাঁচতে শিখে যাব।