শূন্যতার হাতছানি

আব্দুল আহাদ

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আমি হেরে গেছি সেই শেষ বেলাতেও

জীবনের শেষ অধ্যায়ে খুঁজে বেড়াই।

পাবো কি সেই অধ্যায়ের ঠিকানা?

মোহনার সেই তীরে বসে হিসাব মিলাই

জীবন তরঙ্গের।

কি পেলাম আর কি বা হারালাম!

সময়টুকু গেলই বৃথা সবকিছুই হলো

উলটপালট।

আমি হেরে গেছি সেই শেষ বেলাতেও

মিথ্যের সেই মায়ায় পড়ে।

শূন্যতা আজ খেলা করে আমার সাথে ,

সেই সূর্যটাও আজ কেন জানি লুকিয়ে

গেল অবহেলায়!

সেই আঁধার বুঝি আমার পথের সঙ্গী!

সেই জোনাকি আশায়

রয়ে গেলাম সেই আঁধার পথে।

আমি হেরে গেছি সেই শেষ বেলাতেও

জোনাকি রাও আসলো না সেই মায়ার তীরে!

একাকিত্বতা করল বুঝি আজ আমায় কাবু।

একাকিত্বতার তার মায়ায় ভাসল

আজ অবুঝ হৃদয়।

সেই শূন্যতা হাতছানি দিয়ে ডাকছে

বুঝি আজ আমায়!!