ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শুদ্ধ নগর গড়বো

শ্যামল বণিক অঞ্জন
শুদ্ধ নগর গড়বো

একটা শুদ্ধ নগর গড়বো কোন একদিন-

সেখানে পরিবেশের সভ্যতায় বাঁধবো বসতি,

কাটাবো নিরেট পরিচ্ছন্ন জীবন আমৃত্যু

আমার নগরে আমি প্রজা, তুমি রাজাধিরাজ।

থাকবে না কোন অনাচার, মিথ্যে বেসাতির গল্প,

প্রবঞ্চনা আর প্রতারণার কূটকৌশল,

থাকবে না হানাহানি আর রক্তপিপাসুর বসবাস,

আগুনের লেলিহান শিখায় পুড়বে না কারো কানন

থাকবে না শোষণ, নির্যাতন, দারিদ্র্যতার নিপীড়ন।

একটা শুদ্ধ নগর গড়বো আমি কোন একদিন-

যেখানে প্রতিটি ঘর হবে স্বর্গ, থাকবে সুস্থ সমাজ

আমার নগর হবে ন্যায় নীতি আদর্শের প্রতীক,

যেখানে প্রজন্ম দাঁড়িয়ে থাকবে পাহারায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত