আবিরের রঙে রাঙা গোধূলি বেলায়,
ঘুরিছে রূপসী এক কুসুম কাননে।
হেলিয়া দুলিয়া চলে আড়ে আড়ে চায়,
মধুময় গীতিধ্বনি তুলিছে গুঞ্জনে।
বসনে পরিছে কন্যা লাল বেনারসি,
হাসির ফোয়ারা মুখে হচ্ছে বিচ্ছুরিত!
রূপের লাবণ্যে তুল্য অম্বরের শশী,
আমাকে হেরিয়া কত লাজে হচ্ছে নত!
উতলা তখনই হিয়া হেরি তারি রূপ,
মায়াবীনি মনোবনে ফেলিয়াছে ছায়া,
জ্বালিয়ে দিয়াছে ধিকি প্রণয়ের ধূপ,
অপ্সরি তুল্য কন্যার লাগিয়াছে কায়া!
প্রাণে চাহে যৌবতীর হস্তে হস্ত রাখি,
আপন করিয়া পেয়ে প্রেমোসুধা মাখি!