খুব চেনা ঘ্রাণ

অলোক আচার্য

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

চেনা একটা ঘ্রাণ, খুব চেনা

মিলে যায় জ্বলা দুপুরের সাথে

স্মৃতির ভাঁজে ভাঁজে

সুগ্রন্থিত স্বর তার

মিশে থাকে রাত্রির খামে

খুব চেনা একটা ঘ্রাণ

বাতাসের গভীরে ছড়ানো থাকে

নিঃশব্দে খোঁজে আশ্রয়

খুব চেনা সেই ঘ্রাণ

অনুপস্থিতির উপস্থিতি

তোমার অভাববোধ ক্ষুধার মতো!

মদ খাবার পরের মাংসের ক্ষুধা নয়,

বরং সেই তীব্র তাড়না,

যা ফসলহীন মাটির বুকেও বৃষ্টি চায়।

তোমার অভাববোধ ক্ষুধার মতো!

প্রাণের গভীর থেকে উঠে আসা সেই আকুলতা,

যা শূন্য থালায় ভাতের প্রতীক্ষা নয়,

বরং এক চিলতে আশ্বাসের খোঁজ।

তোমার অভাববোধ ক্ষুধার মতো!

যা দেহের প্রয়োজন নয়,

বরং আত্মার গভীরে পোড়া শূন্যতা,

যা কোনো উত্তর চায় না, শুধু উপস্থিতি।

তোমার অভাববোধ ক্ষুধার মতো!

এক নির্জন সন্ধ্যায় হঠাৎ টের পাওয়া,

সবকিছু থাকা সত্ত্বেও,

তোমার উপস্থিতির অনুপস্থিতি।