ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সুন্দর ভুবন

আব্দুল আহাদ
সুন্দর ভুবন

সেজেছি তোমার মতো করে

তুমি দেখবেই বলে!

তোমার একটু হাসি আমার সেই প্রিয়।

তোমার একটুই অভিমানে

আমার হৃদয়টা হয় চূর্ণ-বিচ্ছিন্ন।

তুমি আমার সেই অবুঝ হৃদয়

সাজের বেলার উষ্ণতার ছোঁয়া।

তোমার সেই মৃদু হাসি

করলোই যে মন উদাসী।

প্রহর গনি আসবেই কখন

তুম কৃত হৃদয় হবে শীতল।

ভাসবো আমি ফুল আঙিনায়

নিবেই তুমি ফুলের সৌরভ।

স্নিগ্ধ হবে হৃদয় আমার

তোমার সেই উষ্ণতার ছোঁয়ায়।

তোমার ছোঁয়ায় ভাসবো আমি

সুন্দর এই ভুবন মায়াই।

পথ ভুলা পথ যাবেই দূরে...

তোমার সেই ছায়ার তরে

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত