ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নববর্ষের শুভেচ্ছা

নাসরীন খান
নববর্ষের শুভেচ্ছা

নববর্ষ আসে নতুন জীবন উদ্যমে

যা সুন্দর, যা শুদ্ধ তা পুরোদমে

পুরাতন থেকে নেব শুধু ভালো

ভুলে সব ভেদাভেদ, সব কালো

মায়ার মায়বী বন্ধন আরো নিখুঁত

দূরে যাক বাধা আছে যত অনাহুত

একটি পৃথিবী একটিই আবাসস্থল

ছুটে আসো নবীন পুরনো ভাঙার দল

মনে প্রাণে নতুন, মনে জাগাও উচ্ছ্বাস

বাঁচতে নতুনে ফেলো না দীর্ঘশ্বাস

বিরহীর মতন উদাসীনতা আর নয়

কেন বুকে শুধু তিমির হাহাকার বয়

শুভ হোক পথচলা সুন্দরের তরে

বাঁচতে নতুন করে তৈরি প্রাণ ভরে

নববর্ষের শুভেচ্ছা বিনিময় হোক

হীনমন্যতা, জরা সব দূরে রোখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত