বিপর্যয়
কী লিখব বলুন
গদ্য-নাকি পদ্য?
চোখের সামনেই বিপর্যয়
বিপদগামী তরুণ সমাজ,
এন্ড্রয়েট আর মাদকে মত্ত।
সাধু নেই বড়রাও
আদর্শ দূরে ঠেলে দুর্নীতিতে ব্যস্ত।
সুবিধাবাদী সুশীল আছে
নীতিকথা মুখে সব
বিন্দু নেই সত্য।
সম্প্রীতি
উদার চিত্তের বৃক্ষরাজি
নদী-সাগর শঙ্খচিল
লাল-সাদা শাপলার অপরূপ মেলা
পদ্মা-শালুকের বিল।
পড়ন্ত বিকেলে শালিকের ঝাঁক
আকাশে মায়ার নীল।
একই মায়ের দুগ্ধে বেড়ে উঠে
শেখ বলো আর শীল।
আনমনা
ব্যস্ত নগরীর মাঝেও
ঝিলের পানিতে ঢেউ খেলে
কংক্রিটের বালুতে মলিন বৃক্ষরাজি।
আমিও আনমনে হেঁটে বেড়াই
কল্পনার ডানায় ভুলে যাই নিজেকে
কখনো আমির কিংবা ফকির
মন যা চায় তাই সাজি।
মায়ার পাথার অদৃশ্যে ডাকে
জানতে চায়- আমি কী রাজি?