সখ্যের সব রঙ ফিকে হয়ে গেলে,
নৈকট্য গিটারের তারগুলো ছিড়ে গেলে,
আত্মমগ্ন পথিক বটবৃক্ষের ছায়ায় বসে দেখে
দূরবর্তী গ্রাম...
যেখানে পুঁতেছিল স্বপ্ন, দুঃখ, প্রেম আর অনিত্য বেদনা...
তখনও বটবৃক্ষ থেকে ঝরে পড়ে সুস্বাদু ফল
নাম তার ক্ষুধা...
কোনো এক মায়াপাখি তারে নিয়ে যায় পরীদের দেশে।
শুইয়ে দেয় রেশম বিছানায়, চুমু খায় সবুজ পরী।
সেই পাখির নাম জানো তুমি?
নাম তার নিদ্রা।
সখ্য-অসখ্য, প্রেম-সমঝোতা সবই অই বৃক্ষের পত্র-পল্লব।
পথিক তুমি শুধু ভালোবাসো তারে।