ঢাকা শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সময়ের অপেক্ষা

শাহনাজ শোভা
সময়ের অপেক্ষা

কত সময়, কত দিন, কত কাল

গনেছি প্রহর, হবে কি তোমার অবসর?

কখনও কি তুমি; সুরের পসরা সাজিয়ে অপেক্ষা করেছো?

বুঝিনি!

কত ভেবেছি! হয়তো কাল নয়তো পরশু

ফিরে আসবে তুমি; নব রূপে,

প্রতীয়মান সূর্যের তেজদীপ্ত হয়ে,

শুধু আলোকিত করবে,আমার ভুবন ॥

অপেক্ষা আর উত্তেজনা নিয়ে-

উদার হয়ে ভাবছি।

হয়তো সুখী, তার জন্যে, নয়তো অভাগী

আপন দোষে ॥

যা ছিলে, তাই রয়েছো

হয়তো আমি খুঁজিনি

নয়তো তুমি বুঝনি।

তবে কি রয়ে গেলো পিয়াসা?

জানি না!

অবাধ্য মন না শুনে বারণ।

না তো!

এভাবেও ভাবিনি

তবো এক অব্যক্ত অপূর্ণতা তাড়াদেয়

অনুভব করি কি হবে, এত পেয়ে-

ঢেড় তো আছি!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত