আজও ভীষণ শব্দ শুনি! কড়া নাড়ে দুরন্ত দিনগুলো
মেঘের আঁচলে রৌদ্রের লুকোচুরি! তা কেমন করে ভুলি
আজ শব্দ সুতোয় কবিতার নকশায় নানা রঙের সন্ধি
অথচ ইচ্ছে কতক অদৃশ্য খাঁচায় আজীবন হলো বন্দি
নিয়মবাঁধা ভূ-খণ্ডে হয়ত বা অপাঙ্ক্তেয় অযাচিত সত্ত্বা
আর অলিখিত স্বপ্নগুলো ধুলোয় মলিন অকাল দত্ত্বা
নীলকণ্ঠ পাখি বেঁচে আছে গল্পে! আর খুঁজতে গেলে...
থাক্ না ওসব কথা, দেখো অর্থের মূল্যে কী পেলে
কবি’র উপমাযুক্ত কথন কারোর জন্য আদিখ্যেতা
কবিতা যে আরেক ভুবন, গভীর চিন্তন, বুঝবে সে তা!
সীমিত জ্ঞানে অসীমকে জানার আগ্রহ, প্রচেষ্টা তুচ্ছ নয়- বিশেষ
তাতে যে অনুভব! যে সুখ! তা অনিঃশেষ।