ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বইমেলায় আসছে উস্তাদ হাসান আলী খান স্মারকগ্রন্থ

পাঠ উন্মোচন ২২ ফেব্রুয়ারি
বইমেলায় আসছে উস্তাদ হাসান আলী খান স্মারকগ্রন্থ

অমর একুশে বইমেলায় আসছে উস্তাদ হাসান আলী খান স্মারকগ্রন্থ। স্মারকগ্রন্থটির ‘পাঠ উন্মোচন’ আজ বিকাল ৫টায় বইমেলার ঝুমঝুমি প্রকাশনীর (স্টল নম্বর ১৭২-১৭৩) সামনের চত্বরে অনুষ্ঠিত হবে। এর পর থেকে প্রকাশনীটির স্টলে গ্রন্থটি পাওয়া যাবে। একুশে পদকে সম্মানিত সঙ্গীত ব্যক্তিত্ব শেখ সাদী খান, সর্বজন শ্রদ্ধেয় কণ্ঠশিল্পী রেবেকা সুলতানা এবং সিনিয়র গিটার শিল্পী বিধু চৌধুরী যৌথভাবে গ্রন্থটির পাঠ উন্মোচন করবেন। আরো উপস্থিত থাকবেন প্রকৌশলী দিলীপ গুহঠাকুরতা, ড. জাহাঙ্গীর আলম, সম্পাদনা পরিষদের সদস্য রফিক সুলায়মান, শিল্পী নাহীদ মোমেন, শিল্পী মহুয়া বাবর প্রমুখ। গ্রন্থটি প্রকাশ করেছে ট্রিমসমার্ট। পরিবেশনায় ঝুমঝুমি প্রকাশনী।

উস্তাদ হাসান আলী খান ঐতিহ্যবাহী তিতাস-মেঘনা অববাহিকার সন্তান। জন্মেছিলেন সঙ্গীতের উর্বরভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কুলাশিন গ্রামে। নবীনগরেই জন্মেছেন বিশ্বসঙ্গীতের এক সর্বজন শ্রদ্ধেয় নাম উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব। একই মাটিতে সঙ্গীত চর্চা করেছেন মহর্ষি মনোমোহন দত্ত এবং সঙ্গীত গুণাকর ফকির আফতাবউদ্দিন খাঁ সাহেব। বইটির সম্পাদনা পরিষদের সদস্য রফিক সুলায়মান বলেন, বইটিতে আলেখ্য অনেক তথ্য ও ঘটনা সন্নিবেশিত হতে যাচ্ছে; যা বাংলা সঙ্গীত ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে বলে আমাদের বিশ্বাস। নিজের গুরুকে নিয়ে লিখেছেন সনজিদা খাতুনের মতো দেশখ্যাত শিক্ষাবিদ ও সংগঠক। লিখেছেন তার বন্ধু, সজ্জন, শিক্ষার্থী এবং সতীর্থরা। তার সন্তানদের লেখাও থাকছে। উস্তাদ হাসান আলী খান স্মারকগ্রন্থ সম্পাদনা করেছেন কাজী মোমেন, করিম হাসান খান এবং রফিক সুলায়মান। স্বরলিপি প্রণয়ন করেছেন ড. পরিতোষ কুমার মণ্ডল। প্রচ্ছদ এঁকেছেন তানজিল হাসনাইন ও মঈন রনীত।

প্রসঙ্গত, উস্তাদ হাসান আলী খান ১৯৪৪ সনে অল ইন্ডিয়া রেডিওতে সঙ্গীত পরিবেশনার মাধ্যমে সঙ্গীত জীবন শুরু করেন। সমসাময়িক শিল্পীদের মধ্যে একমাত্র তিনি একাধারে লোকসঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, আধুনিক, নজরুল সঙ্গীত পরিবেশন করতেন সমান দক্ষতায়। সঙ্গীতে তালিম নেন পন্ডিত মনোরঞ্জন চক্রবর্তী, মোহাম্মদ হোসেন খসরু, উস্তাদ ছোটে খাঁ এবং উস্তাদ আয়েত আলী খানের কাছে। ছাত্র-ছাত্রীদের মধ্যে রয়েছেন ড. সনজিদা খাতুন, ইন্দ্র মোহন রাজবংশী, নীনা হামিদ, মুজিব পরদেশী প্রমুখ। ১৯৯৩ সনের ১২ জানুয়ারি উস্তাদ হাসান আলী খান লোকান্তরিত হন। তার স্মৃতিকে ধরে রাখতেই স্মারকগ্রন্থ প্রকাশের প্রচেষ্ঠা। এ বইতে উস্তাদ হাসান আলী খানের জীবনের বিভিন্ন দিক তুলে এনেছেন তার কাছের মানুষরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত