ঢাকা শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

প্রাণের ভাষা

শারমিন নাহার ঝর্ণা
প্রাণের ভাষা

বাংলা আমার প্রাণের ভাষা

বাংলা আমার মায়ের ভাষা

বাংলায় কথা বলে পাই অপার সুখ,

বাংলা ভাষা রাখতে গিয়ে শূন্য

হলো কত যে মায়ের বুক।

রক্তে রঞ্জিত ভাইয়ের শার্ট

রক্তে ভেজা পথের ধুলা বাতাসে ভেসে

আসে বোনের করুণ আর্তনাদ।

প্রিয় সাহসী ভাইদের রক্তের স্রোতে

ভেসে এলো প্রিয় বাংলা ভাষা।

গভীর শ্রদ্ধায় স্মরণ করি শহীদ ভাইদের স্মৃতি,

জনম জনম থাকবে বুকে অমর এই সম্পীতি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত