ফেব্রুয়ারিতে কেন এতো বিষন্নতা ভাসে
কেন এত মায়া ঝরা অশ্রু চোখের কোণে জমে
সে কি আজন্মকালেই ঝরবে?
একটু অনুপ্রেরণা হেসে দাও না
সেই অধ্যাঙ্গ হৃদয়ে,
থাকিতে চাই আজন্মকাল তোমাদের মাঝে।
ফেব্রুয়ারিতে কেন এতো বিষন্নতা ভাসে
রফিক, জব্বার, সালাম, বরকত, শফিউর
তাদের এই স্লোগানের মতো আজ কেন হৃদয়
জেগে ওঠে না!
কেন ১৯৫২ সালের কথা আমরা ভুলে যাই
রক্তঝরা সেই স্লোগান
পুলিশের গুলিতে রক্ত ঝরা সেই তাজা প্রাণ।
ফেব্রুয়ারিতে কেন এত বিষন্নতা ভাসে
ভাষার সেই গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত
সেই দিন ভুলে গেলে চলবে না।
জেগে উঠো বাংলাদেশ
সেই দিনের অর্জিত তাজা প্রাণের স্লোগানে
২১শে ফেব্রুয়ারির সেই প্রতিবাদী মিছিল
আজ কোথায়?
ফেব্রুয়ারিতে কেন এত বিষন্নতা ভাসে
স্লোগানের স্লোগানে উঠেছিল সেই রাষ্ট্রভাষা
বাংলা চাই বাংলা ভাষা রাষ্ট্র চাই।
সেই অর্জিত প্রতিফলন আজ আমাদের
শোকের মাস
সেই তো মোদের ২১শে ফেব্রুয়ারি
আমরা কি ভুলিতে পারি?