বিশাল ভাবনার জাল বিস্তৃত ছোট্ট নদীতে
গভীরতা অতল ছেড়ে তলাতলে,
তবুও ডুব দিয়েছে সাহসী ডুবুরি এক
সীমানায় প্রাচীর নির্মাণের বাসনায়।
ধৈর্যের বাঁধ শক্ত হচ্ছে চলনে বলে
একদিন হবে নাগাল আশার প্রদীপ,
মিটিমিটি তারার দল ঝরাবে বৃষ্টি
আঁধার বেষ্টিত আকাঙ্ক্ষা হৃদয়ে।
পুরিবে আকাশ লক্ষ লক্ষ নক্ষত্রে
আলোর ঝর্ণাধারা বর্ষিবে ধরায়,
পথিকের চরণ ধুয়ে দিবে ঝলমলে আলেয়া
উড়বে বিজয় কেতন ধ্বনিত হবে জয়কার।