ঢাকা শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

পরিসমাপ্তি

জাকির আজাদ
পরিসমাপ্তি

আমাদের কোনদিন আর দেখা হবে না বেলা শেষ,

খুশির রঙ ছিটিয়ে ঢঙ সঙের সব খেলা শেষ

অপেক্ষার পথে তিতীক্ষার কোমল দৃষ্টি ফেলা শেষ

কাছে দূরের একত্রিত হওয়ার উৎস মেলা শেষ।

কেনো কিসের জন্য কতটুকু সবিস্তার জেরা শেষ,

একই অবস্হান থেকে বার বার ফিরে ফেরা শেষ

অসফলের সালতামামি আমাকে নিয়ে ঘেরা শেষ

ব্যর্থতার দু’ধারী করাত হৃদয় দুভাগে চেরা শেষ।

পরিবর্তিত হয়ে কি করলে কিযে হয় দেখা শেষ,

দিনের কাছ থেকে রাত্রি ছিনিয়ে কবিতা লেখা শেষ

এ-প্রেক্ষাপটে অপেক্ষা করার ধৈর্য সহ্য শেখা শেষ

অনিচ্ছাকে শুভ ইচ্ছামণ্ডিত করারই ঠেকা শেষ।

নিয়মিত অনিয়মিত প্রকৃতি সব ধরণের পেশা শেষ,

পরিচিত অচেনার সঙ্গে মুক্তক মেলামেশা শেষ

সময়ের সঙ্গে ইচ্ছে কলবর বাড়িয়ে ঘেষা শেষ

সারা জীবনের ভালোবাসার অস্থিরতা নেশা শেষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত