ঢাকা রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

শূন্য

জয়নুল শামীম
শূন্য

আমি চাই তুমি আমার শূন্যতাকে ভালোবাসো!

কারণ তোমার ভালোবাসায় আমি হয়ে উঠি পূর্ণ!

তুমি জানোনা শূন্যতাকে পাশ কাটিয়ে পূর্ণ হয়নি কেউ

পূর্ণ হয়নি কোনোদিন সাগরজলের ঢেউ

তোমাকে জেনে নিতেই হবে ভুলে যাওয়া জোয়ার-ভাটার সূত্র আরেকবার!

অভিমানের মেঘ যখন আকাশ ঢেকে ফেলে

সূর্যের কীরণে তা কেটে যায়

মানবের মনেও এমন ঘন মেঘ জমে

শূন্যে ভেসে থাকে মন

সে অভিমানী মেঘ কেটে দেয়ার জন্য প্রয়োজন

অতি আপনজন!

তাইতো জীবন বহতা নদী

বয়ে চলে নিরবধি...।

বিশাল আকাশটাও শূন্য লাগে ঐ মায়াবি চাঁদবিহীন

জোৎস্না ছাড়া যেমন শূন্য লাগে রাত

পৃথিবীর কোন এক কোনে বসে যখন লিখছে

জীবনের কবিতা তখন তার মনে টর্নেডো!

কবিকে আঘাত করলে তার বুকে অমন টর্নেডোই বয়ে যায়, যা বুঝেনা পাথর হৃদয়!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত