ঢাকা শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ছেলেবেলা

মৌমিতা মাসিয়াত
ছেলেবেলা

হইহই রইরই

মেলার পাণে ছুটি কোই

চরকি ঘোরে, মুরকি ঘিরে!

বাচ্চা গেদা আছড়ে পরে

লাল নীল নীল বাতি হাতে

বেলুন সাথে দাঁড়িয়ে রই।

হইহই রইরই

খাট্টা আচার চেখে লই

সবশেষেতে কাদামাখা

হাতটি লয়ে নীড়ে যাই

হইহই রইরই

ছোট্টবেলার সখা কোই!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত