ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে পঙ্ক্তিমালা

জেগে থাকে যুবরাজ- বর্ণমালায়

আসাদুল করিম শাহীন
জেগে থাকে যুবরাজ- বর্ণমালায়

ভোর হলো

দিগন্ত ফুটেছে লাল রঙে

সূর্যও দৃশ্যমান

লাল আভা ছড়ানো আকাশ

এক যুবক তার নিচে দাঁড়িয়ে ভাবলো-

আকাশ অনেক বড় এবং অনিঃশেষ

সে তার মনের জমানো ব্যথা

ভোরের আকাশের সাথে ভাগ করে নিলো

যুবকটি সংঘটিত বিষয় নিয়ে একটু ভাবলো

তার মনে পড়লো

আইনশৃঙ্খলা বাহিনীর হিংস্র তাণ্ডব

শত শত মানুষকে নির্বিচার হত্যা

আহত শিশু ও নারীর কান্না

সবই আইনবিরোধী বর্বর

গণমাধ্যম আর ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠ শেঁকলে বাঁধা

চারিদিকে ভয় আর উৎকণ্ঠা

সে ধীর পায়ে এগিয়ে চললো বৈষম্যবিরোধী

ছাত্র-জনতার বেদির দিকে

দেখল-

বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠা প্রগতি-স্রোতাস্বিনী নদী

কি বিশাল সেই বিক্ষোভ নদীর ঢেউ

যেন ছাত্র-জনতার ঐকতান বয়ে যাচ্ছে সরল রেখায়

শুনসান নিরবতা

তবুও ভিতরে ভিতরে সিংহের গর্জন

এই শহর জানে-নির্ভীক তারুণ্য জানে

পরিবর্তন আসবেই

এই দূষিত নিষ্ঠুর শহর ভাসবেই

আলোর বন্যায়

সে একটা স্বপ্ন দেখেছিল একটা ভিন্ন বিবৃতি

সেখানে তাকে এক নেতা, এক যুবরাজ

জানাচ্ছে আহ্বান

ছাত্র-জনতা

আর তরুণদের ও

কে এই যুবরাজ

আজ এখানে দাঁড়িয়েছে যে ছেলেটি স্বপ্ন বুকে

ফ্যাসিবাদের পতন ঘটাতে

সে ভাবছে এই মৃত্যু উপত্যকা অতিক্রম করে গন্তব্যে পৌঁছাবেই

বিশাল সমাবেশের মধ্যেই সে তার

আদর্শের উজ্জ্বল মুখ খুঁজে পায়

সেকি অশ্বরোহী সিপাহী

নাকি তীতুমীরের কেউ

দেখতে দেখতে অনেক মুখ অনেক মানুষ

চির পরিচিত এক নেতা

সেতো তারেক রহমান

তার পরিচয় হয় এক তরুণের সাথে

একজন তরুণীর সাথেও

আন্দোলন এক অভিজ্ঞতা

মানসিক শক্তিতে রূপান্তরিত তার মন ও মনন

ভোর থেকে হাঁটা, এখন শেষ বিকেল

দিগন্ত লাল রঙের আমেজে উত্তাল

আলোর শেষ রেখা টুকরো হয়ে ঝরে,

ছেলেটির হৃদয়ে স্বপ্ন উঁকি দেয়,

থমথমে সন্ধ্যার ছায়া

নিঃশ্বাসে খেলা করে আকাশের নীল মেঘমালা

ধূসর আলোয় ঘুরছে আশঙ্কা

প্রকৃতি যেন নিঃশব্দ বধির

হৃদয়ে বইছে বেদনার ঝড়

শান্ত নদীর জলে ক্ষীণ ঢেউ

সময় থেমে গেছে, যেন কোন অজানা কালের ভেলায়

ছাত্র-জনতা প্রক্ষিপ্ত ভিসুভিয়াস

বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ প্রচলিত জীবনের

হঠাৎ ধারালো বুলেটে তার দেহের

দ্রাঘিমা ভেঙে যায়, হাড় নেচে ওঠে

তার হৃৎপিণ্ড থেকে ঝরে যন্ত্রণার অসহ্য আরক

মৃত্যুর ছায়া এগিয়ে আসে নিঃশব্দে

তবু ভয়হীন, সেতো দ্রোহের কবিতা।

আকাশে ছড়িয়ে থাকা গোধুলি আলোয়,

সে দেখে এক নতুন দিনের স্বপ্ন

যেখানে মুক্তি আর বিজয়ের গান

হৃদয়ে অনুভব করে বাংলাদেশ

সে দেখে বিজয়ীর বেশে

দৃঢ় পায়ে হেঁটে আসছে নেতা

আগামীর কণ্ঠধ্বনি তারেক রহমান

মানুষের প্রতিনিধি

শেষ আলোর সঙ্গে মিশে যায় নেতার ঠিকানা

অমর এক বিপ্লবের মশাল মূর্ত হয়ে ওঠে

মৃত্যু হয়তো এক নতুন পথের প্রচ্ছদ

যেখানে রক্তাক্ত অঙ্গীকারে

হেসে থাকে যুবরাজ অক্ষয় বর্ণমালায়

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত