ঢাকা শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

স্টাডি লাইফ

মো: ওয়ালিদ ভূইয়া
স্টাডি লাইফ

সকাল বেলা ঘুম ভেঙে, বইয়ের ডাকে ছুটি,

স্বপ্নগুলো হাতছানি দেয়, জ্ঞানের আলোয় ফুটি।

কলম হাতে যুদ্ধ করি, জানার শেষ নাই,

এই পথটা কঠিন হলেও, হাল ছাড়বো না ভাই!

ওরে স্টাডি লাইফ, তুই তো বড় কঠিন,

পরীক্ষার আগের রাতে, ঘুম আসে না বিন্দুমাত্র দিন!

ডায়েরির পাতায় লিখি, হিসেব করা দিন,

এই জীবন পার করব, স্বপ্ন হবে রঙিন!

গ্রুপ স্টাডি, প্রেজেন্টেশন, রিপোর্টের পাহাড়,

অ্যাসাইনমেন্ট জমা দিতে লাগে হাজারো চিন্তাধার।

সেশনাল, ভাইভা, মন খারাপের দিন,

তবুও স্বপ্নের আশায়, চলতে হবে প্রতিদিন!

একদিন সব ঠিক হবে, মিটবে যত ঝামেলা,

ডিগ্রি নিয়ে হাসবো সেদিন, উড়বো আকাশ মেলা!

বন্ধুদের সাথে মিলে, স্মৃতিগুলো গাঁথবো,

এই স্টাডি লাইফের গান, সারাজীবন গাইবো!

ওরে স্টাডি লাইফ, তুই তো বড় কঠিন,

পরীক্ষার আগের রাতে, ঘুম আসে না বিন্দুমাত্র দিন।

ডায়েরির পাতায় লিখি, হিসেব করা দিন,

এই জীবন পার করব, স্বপ্ন হবে রঙিন!

ওরে স্টাডি লাইফ, তুই তো বড় কঠিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত