অনাঘ্রাতা ঘৃণা
শায়েখ শোয়েব
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কন্যা, তোমার কিংকর্তব্যবিমূঢ় কিঞ্জল
দলিত মথিত হয়েছে ধর্ষকের লালসায়
তোমার ঘনায়মান ঘুম ঘনীভূত হচ্ছে মনস্বী মৃত্তিকায়
আমাদের বন্ধ্যাবিবেকের খোলস খসে গেলে
উন্মোচিত হয় নতুন সর্পিল শরীর
বিভাবরীর বিভীষিকায় বিভূতি ভীত হলে
অবশিষ্ট থাকে শুধু কালরাত্রি