কালো আঁধার হয়তো তোমার প্রিয়
তাই হয়তো একাকিত্ব তার মাঝেই
ভাসিয়ে দিলে মন তরঙ্গ ,
এই যে কোন সে মায়ায় ভাসলো মনটা
তোমার সেই একাকিত্বতা।
হারাবেই জানি মায়ার এই বাঁধন ছিড়ে
কোন একদিন সেই অজানার পথে
কাঁদবেই হয়তো তোমার কর্ম
সেই ভুবনজুড়ে,
কেন এত মায়া দেখালে ‘আবার
কেনই বা চলে গেলে
দিয়ে গেলে সেই একাকিত্ব তার ছায়া।
কাঁদেই বা কেন!
সেই পথ ভুলা পথের মানুষটার জন্য
কি নিদারুণ নিষ্ঠুর মায়া তোমার চোখে
দিয়ে গেলে সেই একাকিত্বতার ছোঁয়া,
জানি আমি সেই ছোঁয়া
আজন্মকাল কাঁদাবে আমায়।
থেকো তুমি চির সুখে আজন্ময়কাল
কালের যুগে যেন না ভাসে তোমারি মন,
মন পিঞ্জিরা হয়তো গেলই আজ
গহীন জলে ভেসে আমার
জানি আমি হারবো, কিন্তু
সেই একাকিত্বতার মাঝে নয়।