জীবনানন্দের ফালি চাঁদ আকাশে
মেঘ অনন্তের কালি মেখে বাতাসে,
করোনা বিলক্ষণ সময়ে স্বদেশে
ভাঙছি গড়ছি মন্থরণ আবেশে।
আশাভোর রক্ষা সময়ের সাহসে
চাঁদ ফুঁড়ে জ্যোৎস্না মরণ বিলাসে,
কথার দলন রোমন্থন পিয়াসে
ফের যেন পাই চাঁদ ফল্গু হুতাশে।
কামনার ধ্বনি বাঙ্ময় সকাশে
রাউর ভব্য রণ চঞ্চুর তিয়াসে
করোনা শেষে ব্যথার বন্ধু ফরাসে,
জীবনানন্দের থালা চাঁদ আকাশে
বন্ধুর পথের শেষে বাংলাদেশে।