ঢাকা শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

হৃদয়ের ক্যানভাস

সাকিরা নোভা
হৃদয়ের ক্যানভাস

যদি আমার হাতে আকাশ পাই

তবে তোমার জন্য এটিকে আমি

ক্যানভাসে পরিণত করবো।

যদি আমি এক সমুদ্দুর জীবন পাই

তবে মহাবিশ্বের অসীম শূন্যতায়

তোমার সম্পর্কে লেখার জন্য কালি তৈরি করবো।

কিংবা যদি আমার হাতে সূর্য আসে

তবে আমি বলবো, দয়া করে আমার প্রিয়জনকে

অতিরিক্ত তাপ দিয়ে কষ্ট দিও না।

যদি আমার হাতে চাঁদ পাই

সত্যি বলছি তোমার জন্য

প্রশান্তিদায়ক আলোর মিছিলে

আমি আলো হবো।

যতটা আলো ছড়ালে অন্ধকার আলোকে

জড়িয়ে ধরে ঠিক ততটাই আমি

তোমাকে জড়িয়ে থাকবো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত