ফিরে যেতে হাতছানি দেয়
স্বর্গভূমির গাঁ
যেখানেতে চির ঘুমে
মমতাময়ী মা।
এই মনে হয় কদিন হলো
সময় দ্রুত যায়।
ঘুরে বেড়াতাম বনজঙ্গলে
খুঁজতাম পাখির ছা।
বাঁশের কঞ্চিতে মাছ ধরার ছিপ
হাতে নিতাম দা।
আলু পুড়তাম খড়ের আগুনে
মন যত চায় খা।
ধুলোর শরীরে বাড়ি ফিরলেই
কড়া শাসন- কোথায় যাবি, যা।