ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মাংসে পৌরুষে বিপ্লবী ক্ষুধা

সাজ্জাদুর রহমান
মাংসে পৌরুষে বিপ্লবী ক্ষুধা

মানুষ হবার পাপ থেকে উঁকি দেয় ক্ষুধার কঙ্কাল

জবরদখল করে আছে মরা লিঙ্গের চাতুর্য্য

আর ষোড়স ঘামের তাচ্ছিল্য বুনন

সেখানে কৃচ্ছ শিল্পের অভিসম্পাত

ক্ষুধার প্লেটে বিছিয়ে দিচ্ছে শর্তের ফাঁস।

শতবার মরা পোড়ানো চিতায়

তপ্ত পীড়িত অন্ধ জোছনা যজ্ঞে বিভাসিত চন্ডী-প্রলয়

সব ভাসিয়ে চৈতন্য তুলে রাখে খুন্তির ডগায়

আর তেল-নুন-মরিচের ঝটকা অভিযানে

ভাগ্যের কবিতা লিখি।

আমারও ইচ্ছে করে প্রিয় চিঠির দৃশ্যান্তর ছুঁয়ে

রাতের মহাকাব্যে তুমুল ডেকে উঠি-

পাপ তোমার এতো ক্ষুধা

মাংসে পৌরুষে বিপ্লবী কেনো?

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত