তিরিং-বিরিং

মুরাদ হাসান

প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

হাঁসের বাচ্চা ডুবে ভাসে

চিল মশায় কড়ই গাছে।

স্বচ্ছ নির্মল ঝিলের পানি

কিলবিল করে নয়া মাছে।

পূব আকাশে মেঘের সাঝ

তিরিং বিরিং ফঁড়িং নাচে।

খালি নৌকা বাঁধা ঘাটে

কেউ নেই আশপাশে;

ব্যাঙ লাফাচ্ছে খেতের আইলে।