নতুন নতুন স্বপ্ন বুনছি, আঁকছি কত ছবি,
আবার আমি লিখছি কবিতা, প্রকাশ হতো যদি।
বারে বারে ভাবছি আমি, কবে দেখিব তোমায়,
না দেখিয়া যে পড়েছি মায়ায়, ভালোবাসিবে আমায়?
অল্প স্বল্প গান শোনাবো, গেয়ে নিজের গলায়,
তোমাকে নিয়ে যে লিখেছি গান, তারুলতা আমার।
চিন্তা তোমার অনেক গভীর, মিষ্টি ছিল হাসি,
কবে তুমি একটু করে বলিবে ‘ভালোবাসি’?
চাঁদ দেখিলে মনে পড়ে, তোমার অনেক কথা,
চাঁদের বুড়ি কি জানে, আমার জীবনে কত ব্যথা?
ঝড়-বৃষ্টিতে থাকবো পাশে, হাতটি ধরে তোমার,
ভয় পেয়ো না, বলবো আমি, তুমি যে শুধু আমার।
আবার আমি লিখিবো কবিতা, মেলাবো নতুন ছন্দ,
জীবন যে আমার কাটছে কঠিন, মন যে চায় আনন্দ।