ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

তার দেখা পাইনি আর

কাজল নিশি
তার দেখা পাইনি আর

আজ সন্ধ্যে ছয়টায় শপিংমল থেকে বাসায় ফেরার সময়,

ফাস্টফুড দোকানে দেখেছি ফাল্গুনী যুগল প্রেম।

জুসের বতল হাতে মেয়েটির দিকে,

অপলক তাকিয়ে আছে এক নওজোয়ান!

যেনো কিশোরী কন্যার রূপ গিলছে।

ওদের দেখে অতীত স্মৃতি আঁখিতে ভাসে

গেলো বছর এমনই এক বসন্তের সন্ধ্যায়,

ইফতার করছিলাম রাজধানীর মিরপুর দশ নম্বর গোল চত্বরে

হঠাৎ শরবতের গ্লাস হাতে আসে এক যুবক।

শুনছেন? শরবত টুকু খেয়ে নিন, দারুণ মজার শরবত

সব ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।

নিন, খেয়ে নিন প্লিজ।

এতো কী ভাবছেন? এ তে কোনো শরাব মেশানো নেই।

সেদিনের পর থেকে শরবতের গ্লাস হাতে নিলে,

একটি আওয়াজ আসে ভেসে-শরবত টুকু খেয়ে নিন।

তার দেখা পাইনি আর...

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত