চাঁদ উঠেছে চাঁদ উঠেছে
দূর আকাশে ওই,
কাল সকালে ঈদগাহেতে
মিলিত সবাই হই
সিয়াম কিয়াম পূর্ণ করে
যাকাত ফিতরা দেই,
ধনী-গরিব মিলেমিশে
আপন করে নেই।
খোকা খুকু নতুন জামা
পড়বে ঈদের দিন,
পথচারী অসহায়দের
মুক্ত করি ঋণ।
সংযমেরই মাসটি থেকে
শিক্ষা কিছু পাই,
ঈদের খুশি বিলিয়ে দিয়ে
করে নিবো ঠাঁই।
ঈদুল ফিতর বয়ে আনুক
রহমতেরই ক্ষণ,
মাগফেরাতের চাদর দিয়ে
ভরিয়ে দিবে মন।