অন্তর্দৃষ্টি

শারমিন নাহার ঝর্ণা

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

দু’চোখের রেটিনাতে অদৃশ্য দুটি চোখের ছায়া,

নিস্তব্ধতার মাঝে অনুভবে জাগ্রত অদ্ভুত এক মায়া।

নিঃশ্বাস যেন খুঁজে পায় নিঃশ্বাসের শব্দ।

চোখের ভাষায় বলা কত কথা

উড়ে উড়ে ভেসে যায় অপেক্ষারত অন্য চোখে।

পথচারী বৈরী হাওয়া বন্ধু হয়ে

পৌছে দেয় অদৃশ্য চিঠি,

খোলা জানালা দিয়ে ধেঁয়ে আসে চেনা কথাকলি,

আনমনে মুসাফির সেজে ভাবনার পথে তার সাথে

হাজারো অসমাপ্ত গল্প বলি।