নেপথ্যের সংলাপ

শ্যামল বণিক অঞ্জন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

অসীম কষ্ট, নষ্ট আবেগ, পথ ভ্রষ্ট স্বপ্নগুলো।

ভুল পথে-

ভ্রান্ত রথে সীমাহীন পদচারণ।

ফুলের কাঁটা-

রক্ত ঝরায় নিশী দিন,

স্বার্থের ভালোবাসা অর্থহীন।

ব্যর্থতায় আগামীর মহাপরিকল্পনা-

প্রিয়তমার বুকে আবিষ্কার বিষের সাগর,

শ্রীমুখে দৃশ্যমান হায়েনার কুৎসিত প্রতিচ্ছবি,

হরিণীর চোখে জ্বলন্ত অগ্নিগিরির মুখচ্ছবি!

নেপথ্যের সংলাপ-

নির্বাক স্তব্ধ হৃদযন্ত্র, ক্ষণে ক্ষণে আত্মবিলাপ

স্বপ্নভঙ্গ! নির্বাসিত সকল গচ্ছিত সংলাপ।