ঢাকা রোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

প্রেমের অভীক অস্তিত্ব

শায়েখ শোয়েব
প্রেমের অভীক অস্তিত্ব

পিঞ্জরভেদী খুনপিয়াসী খঞ্জর জানেনা অনুশোচনার অভিনয়

আদম সুরতের অস্তিত্বজুড়ে শুনেছি আদিম হিংস্রতার আর্তনাদ

তবুও কুমারীর বেনীর জরিন ফিতার মতো আমি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছি প্রেম

দ্রাক্ষারসের দারু পিয়ে প্রেমিক কী বিস্মৃত হয় বিরহ বেদনা

বিরহের ভাস্কর্য ভাস্বর হলে প্রেম খুঁজে পায় আপন অভীক অস্তিত্ব

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত