সৃষ্টির সেরা নরের অদ্ভুত স্বভাব,
যত পায় তত চায় ঘুচেনি অভাব!
অপ্রসন্ন মন নিয়ে সদা ছুটে চলে,
উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ তরে এই ধরা তলে।
নতুনত্বের আবেশে সদাই অধীর,
শুনে না যে কারো কথা যেন সে বধির।
বিন্দু পেলে সিন্ধু চাহে পিপাসিত মন,
আলেয়ার আলো দেখে করে কতো রণ!
হিতাহিত জ্ঞান এতে যায় সবি ভুলে,
ভ্রম তরী ভাসিয়ে যে চলে পাল তুলে!
অভিলাষী মন মাঝে জাগে কত আশা,
কুণ্ডমন্ত্রণা হিয়া মাঝে বাঁধে এতে বাসা।
স্বীয় স্বার্থ সিদ্ধ তরে করে ঘৃন্য কাজ,
হীন কাজে শেষে কিন্তু মাথে পড়ে বাজ!
ধর্ম বাণী সেরা জানি তাও ভুলে যায়,
মহালয়ে পড়ে শেষে দু’কূল হারায়!
ভেবেচিন্তে দেখো মন কীসে এত আড়ি?
মৃত্যু যম এলে পরে যাবে সবি ছাড়ি!
সময়েতে সত্য পথ ধরো সবে তবে,
ক্ষণস্থায়ী ভব মাঝে কেউ নাহি রবে!