ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সুন্দর আলী

মুরাদ হাসান
সুন্দর আলী

চাচা, আমি সুন্দর আলী

হালুয়াঘাটের গাজীরভিটায় বাড়ি

চিনতে পারছেন না, বিরাট প্রাসাদ বাড়ি ছিল

তখনকার সময়ে চার চাকার গাড়ি।

দূরের-কাছের বসন্তের কোকিলরা ভিড়লো সারি সারি

তখন তো আমার রক্ত গরম, অর্থ কাড়ি কাড়ি

প্রকৃত বন্ধুদের ভুলেই গেলাম

ভাল বললেও শুনিয়ে দিতাম দুই/এক কথার ঝারি।

এখন নোংরা পোশাক শরীরে জড়ানো

উসকো-খুসকো দাড়ি

হিংসার পতনে নিংস্ব হয়ে

রিকশার প্যাডেল মারি।

দুধ-মাছিরা খোঁজ নেয় না আর

সবাই গেছে ছাড়ি

দেখেও না চেনার ভান

প্রস্থান তাড়াতাড়ি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত