ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বরেণ্য ঋতু বৈশাখ

আনজানা ডালিয়া
বরেণ্য ঋতু বৈশাখ

আবার এসেছে বৈশাখ নুতনত্ব নিয়ে রুদ্রমূর্তিতে নয়

সুন্দর হোক শুভ হোক সব, না জাগুক মৃত্যুভয়।

নববর্ষের শুভসূচনায় সব মন হোক অনন্য

বছরের প্রথম ঋতু যে তুমি সবার কাছে বরেণ্য।

সময় হলে এসো শিলাবৃষ্টি হয়ে মাটির পৃথিবীতে।

কবি, লেখক, ভাবুক ভাবনায় হারাক

সুরেলা সংগীতে।

বাঙালি খাবার আর রঙিন পোশাকে হয় শুভ সূচনা

ভালো রাখবো, ভালো থাকবো করি স্বপ্ন রচনা।

শুরু হয় রঙিন কার্টুনের মিছিল, নানান খেলা

প্রতিযোগীর ভিড়

শুভ কামনা করি বৈশাখ তোমায়

শান্তিদাতা আগামীর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত