ফিলিস্তিন!
বুকে তার সহস্র বছরের পুরোনো বাতাস
শরীরে প্রত্নতাত্ত্বিক গন্ধ
পবিত্র নগরী, শবে মেরাজের মসজিদ।
এক উপত্যকাই কত নবুয়তের চিহ্ন
হেবরন থেকে জেরুজালেমের প্রশস্ত পথে হেঁটে গেছেন-
ইব্রাহিম ইউসুফ ইয়াহিয়া মুসা।
ফিলিস্তিন!
সহস্র বছরের বাতাসে আজ আগুন!
দগ্ধ ইতিহাস- শরীরে ভীষণ জখম!
সুবহে-সাদেকের আজান যেন অসমাপ্ত আর্তনাদ
অবরুদ্ধ শবে মেরাজের মসজিদ
সেজদার জায়নামাজে রক্তের ছোপ
রাফাহ রামাল্লাহ হেবরন গাজা যেন কেবলই স্তব্ধ গোরস্থানের নাম!
ফিলিস্তিন!
কেউ কি নেভাবার নেই উন্মত্ত আগুন?
থামাবার নেই ভীষণ রক্তক্ষরণ?
তবে রক্তশুন্য হোক পৃথিবীর হৃৎপিণ্ড
ইয়াজুজ-মাজুজ চুষে খাক পৃথিবীর ধমনী
হাজার বছরের পুরোনো বাতাসে উড়ে যাক মাহাদীর নতুন পতাকা।
স্ফুলিঙ্গে জ্বলে যাক, সমুদ্র উপচে ভেসে যাক
ইসরাফিলের শিঙ্গায় প্রকম্পিত হোক তীব্র নিনাদ-
কেয়ামত হয়ে যাক ফিলিস্তিন।
কেয়ামত হয়ে যাক!