গাজাবাসীর করুণ দৃশ্যে কেঁদে ওঠে মন,
বীভৎস এই নৃশংসতা চলছেই সারাক্ষণ!
অর্ধলক্ষ ফিলিস্তিনি হত্যা করে তারা,
পুরুষ-নারী শিশু সবাই চরম দিশেহারা।
নমরুদ চেঙ্গিস ফেরাউনও অত্যাচারী ছিল,
ইসরায়েলের নৃশংসতা ইতিহাস ছাড়ালো।
বোমা হামলায় বাড়ি গাড়ি ধ্বংস হচ্ছে সব,
ফিলিস্তিন আজ বিরানভূমি চেয়ে দেখো রব।
জেগে ওঠো বিশ্ব মুসলিম প্রতিবাদে পাশে,
রুখে দাঁড়াও সবাই মিলে সামর্থ্য যা আছে।
লাশে লাশে পাহাড় হলো ফিলিস্তিনের ভূমি,
গণহত্যার এ আগ্রাসন ফেরাও খোদা তুমি।
সতের হাজার শিশু হত্যায় কাঁপেনি বুক যার,
তার পরিণাম খুব ভয়ানক হবে সে ছারখার।
অনেক শিশুই ট্রমায় আছে কাঁদছে অবিরত,
নাই কী কেহ মুছে দিতে ওদের মনের ক্ষত?