নাউড় জীবন

রিপন বর্মন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

চৈত্রের খরতাপে

কংশপাড়ের ধূলিরা হাসে,

বাতাসে দোলে সাঁকুতে বাঁধা

নাউড় জীবন।

এপার থেকে ওপার

কত দূর!

কংশের শুকানো জল,

কপালসমান।

এ নদ, খরস্রোতা বর্ষার পরশে,

ঘোলা জল ধুয়ে দেয় মুখশ্রী;

ঘাম মুছে— মাছের জীবন

পাখির ঠোঁটে বসতি