পরের জন্মে আর যাই হোক
আমি বিবাহিত জীবন চাই না..
কোনো সভ্য, সামাজিক জীবন ও না।
তাহলে কী চাই আমি?
বরং মানুষের জীবনই চাই না একেবারে
মানুষ হয়ে জন্মেছি অথচ অভিনয়ে বড্ড অপটু
সুন্দর দেখে বিমোহিত হয়ে বলে ফেলি--
বড় অদ্ভুত সুন্দর এই পৃথিবী
তেমনি কুৎসিত দেখে নাক কুচকে ফেলি..
নাহ কখনো সভ্য হয়ে তেলবাজি শিখতে পারিনি
মানুষ হিসেবে এ বড় কলঙ্ক!
মানুষ হতে চাই না বলে অই কড়কড়ে রঙের
নাগালিঙ্গম ফুল ও হতে চাই না..
বা তীব্র ঘ্রানের বেলী যা দিয়ে মানুষ মিথ্যে
ভালোবাসা প্রকাশ করে কামনা আর পুঁজির ধান্দা ফেরী করে..।
আমি বরং অই নিরেট কাকটি হতে চাই
যার নিজের সৌন্দর্য প্রমাণের কোনো দায় নেই...
হয়তো সেই যাপন করে প্রকৃত জীবন।
অথবা নদীর পাড়ের অই বটবৃক্ষটি
কেবলই দেখে দেখে ক্লান্ত হব..
মানুষের রাজনীতি, প্রণয়, ক্লান্তিকর সঙ্গম..